শুক্রবার   ০২ মে ২০২৫   বৈশাখ ১৮ ১৪৩২   ০৪ জ্বিলকদ ১৪৪৬

তরুণ কণ্ঠ|Torunkantho
২৩৫

ঢাবির শান্তি ও সংঘর্ষ বিভাগে নতুন চেয়ারম্যান ড.সাবের আহমেদ চৌধুরী

তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২২  

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত শান্তি  ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগে তিন বছরের জন্য নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন ড. সাবের আহমেদ চৌধুরী।  বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, মোঃ আখতারুজ্জামান গত ২৩শে নভেম্বর তাকে এই পদে নিয়োগ দেন। 
ড. চৌধুরী নরওয়ের বার্গেন বিশ্ববিদ্যালয় থেকে এম. ফিল ডিগ্রী এবং অস্ট্রেলিয়ার লা ট্রোব বিশ্ববিদ্যালয় থেকে মানবাধিকার বিষয়ে পি.এইচডি ডিগ্রী অর্জন করেছেন। তার গবেষণার আগ্রহের মধ্যে রয়েছে মানবাধিকার, সংগঠন ও সংঘাত, মৌলবাদ, সামাজিক সংহতি ও সাম্প্রদায়িক সম্প্রীতি। ড. চৌধুরী বিভিন্ন বিষয়ে সিভিল সার্ভিস ও অন্যান্য পেশাজীবিদের প্রশিক্ষক হিসেবেও কাজ করে থাকেন। এখন পর্যন্ত, তিনি দুটি বই এবং বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে বহুসংখ্যক বৈজ্ঞানিক নিবন্ধ প্রকাশ করেছেন। তিনি একজন সুপরিচিত মিডিয়া ব্যক্তিত্ব এবং সাম্প্রতিক বিভিন্ন বিষয়ক টিভি টকশোতে তিনি বক্তা হিসেবে অংশগ্রহণ করে থাকেন।

এই বিভাগের আরো খবর